প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী রাজধানীর নতুন বাজার এলাকা থেকে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ গোলাম ইশরাফ সাইফ রিদম (২১) বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ছাত্র।
রিদমের মামা কাজী ইফতেখার দ্য ডেইলি স্টারকে আজ (২৭ সেপ্টেম্বর) জানান, তার ভাগ্নে গতকাল বিকাল ৫টার দিকে নতুন বাজার সিএনজি স্টেশনের কাছ থেকে নিখোঁজ হন।
এ ঘটনায় রিদমের মা কাজী ডালিয়া বাশার ভাটারা থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করেছেন বলে জানান থানার তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান।
পুলিশ কর্মকর্তা আরো জানান যে ক্লাস থেকে বের হয়ে রিদম তার মাকে ফোন দিয়ে বলেছিলেন যে তিনি বাসায় আসছেন। কিন্তু, তারপর থেকেই রিদমকে আর পাওয়া যাচ্ছে না।
Comments