ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ‘মাদক চোরাকারবারি’ নিহত
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মুকামিয়াকান্দা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন সন্দেহভাজন মাদক চোরাকারবারি নিহত হয়েছেন।
আজ (২৭ সেপ্টেম্বর) ভোররাত সোয়া ১টার দিকে ‘বন্দুকযুদ্ধের’ এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম (৪৫) তারাকান্দা উপজেলার নোলচাপরা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল মুকামিয়াকান্দা রাইস মিল এলাকায় মাদক চোরাকারবারিদের ধরতে অভিযান চালায়।
সেসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা পালিয়ে গেলে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় করিমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান ওসি।
Comments