নিজ ঘরে মিললো স্বামী-স্ত্রীর লাশ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বানিয়াটারী পাড়া গ্রামে নিজ ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী রুমি আক্তার (৪০)।
পরিবারের লোকজন জানায়, নজরুল ইসলামের দুই স্ত্রী। বড় স্ত্রী পাশের বাসায় থাকতেন। গতরাতে খাওয়া শেষে ছোট স্ত্রী রুমি আক্তারের সঙ্গে পাশাপাশি কক্ষে ঘুমায় স্বামী নজরুল ইসলাম।
আজ সকাল ৮টার দিকে তাদের আট মাসের শিশু সন্তান দীর্ঘক্ষণ কান্না করলে কোনো সাড়া-শব্দ না পেয়ে বাড়ির লোকজন গিয়ে দুই রুমে দুজনের মরদেহ দেখতে পায়।
পরে খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর জানান, মরদেহ দুটির শরীরে তেমন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত নজরুল ইসলামের ছোট স্ত্রীর আট মাসের একটি ছেলে সন্তান এবং বড় স্ত্রী মর্জিনা বেগমের দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।
Comments