বাংলাদেশ আবার ভালো খেলবে: সাকিব
সাম্প্রতিক সময়ে সাফল্যের চেয়ে ব্যর্থতাই বেশি সঙ্গ দিচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। তবে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আত্মবিশ্বাসী, দ্রুতই ঘুরে দাঁড়াবে দল। খারাপ সময় পার করে ফের ভালো ফল উপহার দিতে শুরু করবেন তারা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রদান করা হয়েছে ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ পুরস্কার। তরুণদের দক্ষতা উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখায় জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফের এই মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বক্তব্য রাখেন ইউনিসেফের শুভেচ্ছাদূত সাকিব। প্রধানমন্ত্রীর আহ্বানে সেখানে তাকে কথা বলতে হয়েছে বাংলাদেশের ক্রিকেট নিয়েও।
ইংল্যান্ড বিশ্বকাপ থেকে শুরু করে ঘরের মাটিতে সবশেষ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ পর্যন্ত সময়টা খুব একটা ভালো কাটেনি বাংলাদেশের। বলা চলে, বেশ বাজে সময় পার করতে হচ্ছে দলকে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব খুব ভালোভাবেই তা অনুধাবন করছেন, অনুষ্ঠানে ক্রিকেট নিয়ে কথা বলার শুরুতেই যার প্রমাণ মেলে, ‘ক্রিকেট...ফাইনালটা (ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়) তো হলো না। হলে বলা যেত কী অবস্থা।’
তবে সাকিব বরাবরই আশাবাদী। দলের ক্রিকেটারদের সামর্থ্য সম্পর্কেও অবগত তিনি। তার মতে, বাংলাদেশ একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং শিগগিরই শঙ্কার কালো মেঘ কেটে যাবে, ‘আমরা বিশ্বাসী যে, আমরা খুব ভালো একটা দল। একটা ভালো দলের মাঝে মাঝে যেটা হয় যে, একটা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। আমরা এখন ওই অবস্থার মধ্যে আছি। খুব বেশি দিন লাগবে না যে, আমরা আবার আগের মতোই ভালো করা শুরু করব।’
আগামী দুই বছরে পরপর অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২০ সালে অস্ট্রেলিয়াতে, ২০২১ সালে ভারতে। দুটি আসরে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন সাকিব, ‘সামনে আমাদের দুটি বিশ্বকাপ আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ। আপনারা সবাই দোয়া করবেন। আমি পুরোপুরি বিশ্বাস করি, আমরা সেখানে দেশের মুখ উজ্জ্বল করতে পারব।’
Comments