যুবলীগ নেতা খালেদ এবার ১০ দিনের রিমান্ডে
সাত দিনের রিমান্ড শেষে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে পৃথক দুই মামলায় ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
আজ (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম দিদারুল আলম অস্ত্র আইনে দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মাদক আইনে দায়ের করা আরেক মামলায় তাকে আরও পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।
দুই মামলায় র্যাব খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য ২০ দিনের রিমান্ড আবেদন করে।
এর আগে, গত ১৯ সেপ্টেম্বর পৃথক দুই মামলায় খালেদকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় পৃথক আদালত।
ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর গুলশান থেকে ক্লাবের সভাপতি খালেদকে গ্রেপ্তার করে র্যাব। তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র (এর মধ্যে একটি অবৈধ), গুলি এবং ইয়াবা জব্দ করা হয়।
ক্যাসিনো থেকে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৪২ জনকে আটক এবং ২৪ লাখ নগদ টাকা, বিদেশি মদ, ক্যাসিনো বোর্ড জব্দ করার পর তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের দুদিন পর গত ২০ সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে খালেদকে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন:
Comments