সাংবাদিককে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা আটক
সাভারের আশুলিয়ায় কর্তব্য পালনকালে এক সাংবাদিককে মারধর করার অভিযোগে স্থানীয় ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হাসান জানান, ওই সাংবাদিকের অভিযোগ দায়েরের ভিত্তিতে আজ (২৭ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে ছাত্রলীগ নেতা শামীমুল আলম শামীমকে আটক করা হয়।
তিনি জানান, ভূমি দখল নিয়ে সংবাদ সংগ্রহ করতে সকাল সাড়ে ১১টার দিকে কুরগাঁও এলাকায় যান বেসরকারি টেলিভিশন মাই টিভি’র সাভার সংবাদদাতা আবদুল্লাহ আল ওয়াহিদ। এসময় আশুলিয়া থানা ছাত্রলীগ সভাপতি শামীমের নেতৃত্বে ২০-২৫ জন তাকে মারধর করে।
এছাড়াও, তারা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ঢাকা জেলা সভাপতি ওবায়দুল ইসলামের ওপর হামলা চালায়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
Comments