জার্মানি, ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচের আর্জেন্টিনা দল ঘোষণা
আগামী মাসে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলের ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ম্যাচ দুটির জন্য শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। জায়গা ধরে রেখেছেন জুভেন্টাসের পাওলো দিবালা, ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ, পিএসজির লেয়ান্দ্রো পারেদেসরা।
ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা আর্সেনাল গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। দলে ফিরেছেন টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার হুয়ান ফোইথ ও বেয়ার লেভারকুসেনের স্ট্রাইকার লুকাস আলারিও।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের দেওয়া তিন ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় স্বাভাবিকভাবেই দলে নেই বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি। বর্তমানে অবশ্য চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে।
এবারও উপেক্ষিত হয়েছেন পিএসজির অ্যাঙ্গেল ডি মারিয়া ও ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো। চোটের কারণে রাখা হয়নি টটেনহ্যামের জিওভানি লো সেলসোকে। কোপা লিবার্তাদোরেসের ম্যাচের জন্য দলে নেই বোকা জুনিয়র্স ও রিভারপ্লেটের কোনো খেলোয়াড়ও।
আগামী ১০ অক্টোবর বরুসিয়া ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর চার দিন পর স্পেনের এলচেতে ইকুয়েডরের বিপক্ষে খেলবে তারা।
২৬ সদস্যের আর্জেন্টিনা স্কোয়াড:
গোলরক্ষক: অগাস্তিন মার্কেসিন (পোর্তো), হুয়ান মুসসো (উদিনেসে), এমিলিয়ানো মার্তিনেজ (আর্সেনাল);
ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), জার্মান পেজ্জেয়া (ফিওরেন্টিনা), লিওনার্দো বালের্দি (বরুসিয়া ডর্টমুন্ড), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড),ওয়াল্টার কানেমান (গ্রেমিও), হুয়ান ফোইথ (টটেনহ্যাম হটস্পার), রেনজো সারাভিয়া (পোর্তো), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স আমস্টারডাম);
মিডফিল্ডার: গুইদো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), মাতিয়াস জারাকো (রেসিং), লিয়ান্দ্রো পারেদেস (প্যারিস সেন্ট জার্মেই), নিকোলাস দমিঙ্গেজ (ভেলেজ), রদ্রিগো দে পল (উদিনেসে), মার্কোস আকুনা (স্পোর্টিং সিপি), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), লুকাস ওকাম্পোস (সেভিয়া), এরিক লামেলা (টটেনহ্যাম হটস্পার), অ্যাঙ্গেল কোরেয়া (অ্যাতলেটিকো মাদ্রিদ);
ফরোয়ার্ড: লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), পাওলো দিবালা (জুভেন্টাস), লুকাস আলারিও (বেয়ার লেভারকুসেন), মাতিয়াস ভারগাস (এস্পানিয়ল), নিকোলাস গঞ্জালেজ (স্টুটগার্ট)।
Comments