‘সরকারের প্রশ্রয়ে অপকর্ম চলছে’

ক্যাসিনো ও জুয়ার আস্তানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাম্প্রতিক অভিযান প্রসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট বলেছে, কেবল সরকারের আশ্রয়-প্রশ্রয়ে এবং মদদে রাষ্ট্রীয় ব্যবস্থায় এই ধরণের অনিয়ম-অপকর্ম সম্ভব।

জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, গত কয়েক দিনে পুলিশী অভিযানে বেআইনী কার্যকলাপের চিত্র এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনে অবাধ বাণিজ্য, আইনের শাসনকে অবজ্ঞা করার যে রূপ প্রকাশিত হয়েছে তা ভয়াবহ।

“এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বর্তমান অগণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এভাবে চলতে থাকলে রাষ্ট্র বড় ধরণের অভ্যন্তরীণ সংকটে নিপতিত হবে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।”

দুর্নীতির এসব ঘটনা তদন্তের জন্য জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়ে ব্যর্থতার জন্য সরকারের পদত্যাগ ও জাতীয় সরকার ঘোষণার দাবির পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, আন্দোলনরত রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলোকে নিয়ে জাতীয় সংলাপ চাওয়া হয় বিবৃতিতে।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

1h ago