সৌদি সীমান্তে হামলা চালিয়ে বহু সেনা আটকের দাবি হুতিদের
সৌদি সীমান্তে হামলা চালিয়ে দেশটির বহু সেনা ও সামরিকযান আটকের দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে গতকাল (২৮ সেপ্টেম্বর) এ কথা বলা হয়।
এতে আরো বলা হয়, ইরান সমর্থিত হুতিদের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, সৌদি আরবের ‘কয়েক হাজার’ সেনা এবং কয়েকশ যুদ্ধযান আটক কর হয়েছে।
এক বার্তায় হুতি সামরিক মুখপাত্র বলেন, ৭২ ঘণ্টা আগে ড্রোন, মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ইউনিটের সমন্বয়ে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে নাজরান সীমান্তে আক্রমণ চালানো হয়। সেই আক্রমণের মুখে “শক্র বাহিনীর তিনটি ব্রিগেডের পতন হয়েছে” বলেও দাবি করা হয়।
তবে সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেনি। এমনকী, বার্তা সংস্থাটি নিরপেক্ষভাবে ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি বলেও প্রতিবেদনে বলা হয়।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের একটি তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে তেল-সমৃদ্ধ দেশটিকে বিপাকে ফেলে দেয় হুতিরা। সৌদি আরব সেই হামলার জন্যে ইরানকে দায়ী করলে পারস্য উপসাগরের দেশটি তা অস্বীকার করে।
Comments