নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর শুরুটাও করেছে তারা দুর্দান্ত। কিউইদের প্রায় উড়িয়ে দিয়েই প্রথম জয় পেয়েছে যুবারা। ৬৮ বল হাতে রেখে ৬ উইকেটে বড় জয় তুলে সফর শুরু করেছে ক্ষুদে টাইগাররা।
লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে রোববার টস জিতেছিল নিউজিল্যান্ডই। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। শুরুতেই ওপেনার রাইস মারিউকে হারায় দলটি। এরপর দ্বিতীয় উইকেটে থমাস জোহরাবকে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন কনর আনসেল। এ জুটি ভাঙেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এর পর ছয় রানের ব্যবধানে আরও দুটি হারায় তারা। ফলে বড় চাপে পড়ে যায় স্বাগতিক দলটি।
পঞ্চম উইকেটে ফেরগাস লেলম্যানকে নিয়ে ৪৭ রানের জুটি গড়ে এ চাপ সামলে নেওয়ার চেষ্টা করেন বেন পোমার। কিন্তু এ জুটি ভাঙতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ফলে ২ ওভার বাকী থাকতে ১৭৬ রানে অলআউট হয়ে যায় তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে পোমারের ব্যাট থেকে। ওলি হোয়াইট করেন ৩০ রান বাংলাদেশের পক্ষে ২১ রানের খরচায় ৩টি উইকেট নেন মৃত্যুঞ্জয়। শরিফুল ৩ উইকেট নেন ৪৪ রানের বিনিময়ে।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। ভুল বোঝাবুঝির স্বীকার হয়ে শুরুতেই রান আউট হয়ে ফিরেন পারভেজ হোসেন। আরেক ওপেনার তানজিদ হাসান (২৮) উইকেটে সেট হয়েও ইনিংস লম্বা করতে পারেননি। একই অবস্থা মাহমুদুল হাসান (২৮) ও তৌহিদ হৃদয়েরও (২৬)। ৯৯ রানে প্রথম চার উইকেট হারানো বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক আকবর আলী ও শাহাদাত হোসেন।
পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি গড়েন এ দুই ব্যাটসম্যান। কিছুটা আগ্রাসী ব্যাটিং করে ৬৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক আকবর। তার ৬১ বলের ইনিংসে রয়েছে ১১টি চার। ৪৪ বলে ১টি চারে ২৪ রান করে অপরাজিত থাকেন শাহাদাত।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৪৮ ওভারে ১৭৬ (মারিউ ২, জোহরাব ১৮, আনসেল ২৪, হোয়াইট ৩০, টাসকফ ১, লেলম্যান ২১, পোমার ৪০, অশোক ১৪, ফিল্ড ১৭, ডিকসন ২*, জ্যাকসন ০; শরিফুল ৩/৪৪, তানজিম ১/৪১, মৃত্যুঞ্জয় ৩/২১, রকিবুল ১/২৫, শামিম ২/৪২)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৩৮.৪ ওভারে ১৮০/৪ (তানজিদ ২৮, পারভেজ ২, মাহমুদুল ২৮, হৃদয় ২৬, শাহাদাত ২৪*, আকবর ৬৫*; ফিল্ড ০/২৫, জ্যাকসন ১/৪০, টাসকফ ২/৩৭, ডিকসন ০/৩০, অশোক ০/২৭, মারিউ ০/১২, লেলম্যান ০/৮)।
ফলাফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী।
Comments