সৌদি বাদশাহর দেহরক্ষী গুলিতে নিহত
সৌদি বাদশাহ সালমানের ব্যক্তিগত দেহরক্ষী মেজর জেনারেল আব্দুলআজিজ আল-ফাঘামকে গুলি করে হত্যা করা হয়েছে।
আজ (২৯ সেপ্টেম্বর) সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনে মাত্র একটি বাক্যে বলা হয়, বাদশাহ সালমানের দেহরক্ষী আল-ফাঘাম জেদ্দায় গুলিতে নিহত হয়েছেন।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি জানায়, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে এ বিষয়ে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।
সৌদি আরবের আল-আরাবিয়া টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, আল-ফাঘাম ব্যক্তিগত দ্বন্দ্বে জড়িয়ে গুলিবিদ্ধ হন। পরে তার মৃত্যু হয়।
মক্কা পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরো জানায়, আল-ফাঘাম তার এক বন্ধুর বাসায় অপর এক বন্ধুর সঙ্গে কথা কাটাকাটিতে লিপ্ত হন। সেই বন্ধুর গুলিতে তিনি আহত হয়েছিলেন। সেসময় আরো পাঁচজন নিরাপত্তা কর্মীও আহত হন বলেও জানানো হয়।
উল্লেখ্য, আল-ফাঘাম প্রয়াত বাদশাহ আব্দুল্লাহরও ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন। তার মৃত্যুতে দেশটির নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন।
Comments