মন্ত্রীরা ত্রাণের টাকায় দুর্গত এলাকা পরিদর্শন করেন: টিআইবি
চলতি বছর সরকারের ত্রাণ তহবিলের টাকা মন্ত্রীদের বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে খরচ করার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ২০১৯ সালের বন্যায় ত্রাণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
আজ (২৯ সেপ্টেম্বর) টিআইবি কার্যালয়ে ‘বন্যা ২০১৯ মোকাবেলায় প্রস্তুতি এবং ত্রাণ কার্যক্রমে শুদ্ধাচার পর্যবেক্ষণ’ বিষয়ক গবেষণা প্রতিবেদন প্রকাশ করার সময় তিনি এ মন্তব্য করেন।
প্রতিবেদনে বলা হয়, ত্রাণের বরাদ্দকৃত টাকা থেকে মন্ত্রীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন বাবদ খরচ যোগানোর অভিযোগ রয়েছে।
এছাড়াও, ত্রাণ কার্যক্রমে দুর্নীতি ও অনিয়মের উপস্থিতি রয়েছে উল্লেখ করে প্রতিবেদনটিতে আরো বলা হয়, রাজনৈতিক বিবেচনায় ত্রাণ দেওয়া, স্বজনপ্রীতি, ত্রাণে চাল কম দেওয়া, একই পরিবারকে একাধিকবার ত্রাণ দেওয়া এবং অনিয়মের বিষয়ে কিছু বলা হলে ত্রাণ থেকে বঞ্চিত করার অভিযোগের কথাও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।
এতে আরো বলা হয়, এনজিও কর্তৃক শুধু তাদের উপকারভোগীদের মধ্যে ত্রাণ বিতরণ এবং অন্যান্য প্রতিষ্ঠানের ত্রাণ কার্যক্রমের সঙ্গে দ্বৈততা, কোনো কোনো ক্ষুদ্র ঋণ প্রদানকারী এনজিও কর্তৃক নিয়ম ভঙ্গ করে বন্যার সময়েও কিস্তি আদায়ের চেষ্টা করা হয়েছে।
Comments