‘এ’ দলের ম্যাচে রান পেলেন জহুরুল, সাদমান, মিঠুন

জাতীয় দলের প্রধান কোচ উড়ে গিয়েছেন সিরিজ দেখতে। শ্রীলঙ্কায় ‘এ’ দলের ক্রিকেটারদের পারফরম্যান্স তাই আছে শক্তি রাডারের মধ্যে। বৃষ্টির কারণে বারবার পিছিয়ে যাওয়া ম্যাচের প্রথম দিনে প্রধান কোচ, প্রধান নির্বাচকদের সামনে ব্যাটে রান পেয়েছেন জহুরুল ইসলাম, সাদমান ইসলাম ও মোহাম্মদ মিঠুন। তবে তিনজনই আক্ষেপে পুড়বেন তিন অঙ্কে না যাওয়ায়।
Johurul Islam Omi
ফাইল ছবি: সংগ্রহ

জাতীয় দলের প্রধান কোচ উড়ে গিয়েছেন সিরিজ দেখতে। শ্রীলঙ্কায় ‘এ’ দলের ক্রিকেটারদের পারফরম্যান্স তাই আছে শক্তি রাডারের মধ্যে। বৃষ্টির কারণে বারবার পিছিয়ে যাওয়া ম্যাচের প্রথম দিনে প্রধান কোচ, প্রধান নির্বাচকদের সামনে ব্যাটে রান পেয়েছেন জহুরুল ইসলাম, সাদমান ইসলাম ও মোহাম্মদ মিঠুন। তবে তিনজনই আক্ষেপে পুড়বেন তিন অঙ্কে না যাওয়ায়।

হাম্বানটোটায় শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিনদিনের ম্যাচের প্রথম দিনে প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৭০ রান করেছে বাংলাদেশ ‘এ’ দল। নব্বুই ছাড়ানো ইনিংস খেলে আউট হন জহুরুল আর মিঠুন। ওপেনার সাদমান পেয়েছেন ফিফটি।

টস জিতে ব্যাট করতে গিয়ে বেশ ভালো শুরু পায় ‘এ’ দল। দুই ওপেনার সাদমান ও জহুরুল দলকে পাইয়ে দেন দারুণ সূচনা। তাড়াহুড়ো না করে উইকেটে থিতু হতে সময় নেন দুজনেই। ১১২ বলে ৫৩ রানে সাদমানের আউটে ৩৩তম ওভারে গিয়ে ভাঙে তাদের জুটি। ৯০ রানের উদ্বোধনী জুটির পরই খানিকক্ষন পথ হারানো দিশা হয় ‘এ’ দলের। কোথাও রান না পাওয়া নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হন ‘এ’ দলের ম্যাচেও।

তিন নম্বরে নেমে ২১ বলে ৪ রান করে কামিন্ডু মেন্ডিসের বলে বোল্ড হয়ে ফেরত যান তিনি। অধিনায়ক মুমিনুল হক নেমেছিলেন চারে। ব্যর্থ হন তিনিও। ২১ বলে ১১ রান করা মুমিনুলকেও ফেরান কামিন্ডু।

চতুর্থ উইকেটে দলের বিপর্যয় কাটান মিঠুন আর জহুরুল। দুজনের ১৩৭ রানের জুটিতে বড় রানের আশা বাড়ে ‘এ’ দলের। জুটিতে বেশ চনমনে ছিলেন মিঠুন। আগ্রাসী মেজাজ দেখিয়েছেন তিনিই। ১২০ বলের ইনিংসে ১০ চার আর তিন ছক্কায় ৯২ রান করে দুর্ভাগ্যজনক রান আউটে কাটা পড়েন তিনি।

লম্বা জুটির পর সঙ্গীর আউটের খানিক পর তার পথ ধরেন জহুরুলও। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এই পারফর্মার ২১০ বলে ৯০ রানের ইনিংস থামান বিশ্ব ফার্নেন্দোর বলে এলবিডব্লিও হয়ে। আরেক পেসার আসিতা ফার্নেন্দো তুলে নেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে।

দিনের শেষ দিকে আর কোন বিপর্যয় বাড়াতে দেননি সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। ৮ রান নিয়ে সৌম্য ও ৭ রান নিয়ে মিরাজ শুরু করবেন দ্বিতীয় দিনের খেলা।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

1h ago