ভুটানকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ
প্রথমার্ধেই দুই গোল। বিরতির পর ভুটানের এক গোল শোধের পর ফের আরও দুই গোল দিয়ে বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্বে কাতারের বিপক্ষে নামার আগে ভুটানের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে জামাল ভূঁইয়ার দল দেখাল দাপট।
রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কর্দমাক্ত মাঠে ভুটানকে ৪-১ গোলে হারায় জেমি ডের শিষ্যরা। দলের হয়ে জোড়া গোল করেন স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন। বাকি দুই গোল এসেছে বিপলু আহমেদ ও রবিউল হাসানের পা থেকে।
সর্বশেষ প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে থাকা ভুটানকে হারিয়ে উন্নতির ছাপও রাখল বাংলাদেশ। আগামী ১০ অক্টোবর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই পর্বে ‘ই’ গ্রুপে ঘরের মাঠে নামবে বাংলাদেশ। এর পাঁচদিন পর কলকাতায় ভারতের মুখোমুখি হবেন জামালরা। তার আগে প্রস্তুতিতে কমতি না রাখতে প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আনা হয় ভুটানকে।
বিকেলের তুমুল বৃষ্টিতে মাঠ হয়ে পড়েছিল ভারী, জায়গায় জায়গায় জমে থাকা পানিতে পিচ্ছিল আর কর্দমাক্ত মাঠে বল দখলে রাখা ছিল বেশ কঠিন। এতসব প্রতিকূলতা বাংলাদেশ ডিঙিয়েছে দারুণ বোঝাপড়ায়।
দ্বাদশ মিনিটে অধিনায়ক জামালের কাছ থেকে ক্রস পেয়ে হেডে বল জালে জড়ান জীবন। ৩৬ মিনিটে দারুণ এক সাইড বলিতে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন জীবন।
দুই গোলের লিড নিয়ে বিরতির পর নেমে কিছু বোঝে উঠার আগেই তেনজিন দর্জির গোলে ব্যবধান কমায় ভুটান। তবে তাতে সমস্যা হয়নি। ৭৩ মিনিটে ডি-বক্সের ভেতর বল পেয়ে ঠাণ্ডা মাথায় তৃতীয় গোল দেন বিপলু। ৮০ মিনিটে বিপলু তৈরি করে দেন আরেক গোল। তার পাস থেকে বল জালে জড়ান রবিউল।
Comments