‘উপাচার্য অপসারণে সরকারি প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আন্দোলন চলবে’
শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন ক্যাম্পাস ছাড়লেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচী চালিয়ে যাচ্ছেন।
বশেমুরবিপ্রবি ক্যাম্পাস থেকে আন্দোলনরত এক শিক্ষার্থী আজ (৩০ সেপ্টেম্বর) দ্য ডেইলি স্টারকে এ কথা জানান।
আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র হাসান মাহমুদ বলেন, “আন্দোলনের ১২তম দিনে আজ সকাল ৮টায় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচী শুরু হয়েছে। গতরাত আনুমানিক ৯টার দিকে উপাচার্য অনানুষ্ঠনিকভাবে অসুস্থতার কারণ দেখিয়ে পুলিশের পাহারায় ক্যাম্পাস ছেড়েছেন।”
উপাচার্য বিশ্ববিদ্যালয় ছেড়েছেন তারপরও আন্দোলন কেনো চলছে?- তিনি বলেন, “উপাচার্য ক্যাম্পাস ছাড়লেও আমাদের আন্দোলন চলবে যতোক্ষণ পর্যন্ত না তার অপসারণের বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়।”
গতরাতে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) সাইদুর রহমান খান দ্য ডেইলি স্টারকে বলেন, উপাচার্য ঢাকায় যাচ্ছেন।
ডেইলি স্টারের পক্ষ থেকে উপাচার্যের মোবাইল ফোনে বারবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনকে প্রত্যাহার করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটি। তার বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় এই ব্যবস্থা নিতে বলেছে তদন্ত কমিটি।
উল্লেখ্য, উপাচার্য নাসিরউদ্দিনকে অপসারণে এক দফা দাবিতে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মধ্যে ইউজিসির তদন্ত কমিটি এই সুপারিশ করলো।
আরো পড়ুন:
বশেমুরবিপ্রবি উপাচার্যকে প্রত্যাহারের সুপারিশ
বশেমুরবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবি
বশেমুরবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসন ভবনে শিক্ষার্থীদের তালা
বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের ওপর ‘উপাচার্য সমর্থক’দের হামলা
বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সহকারী প্রক্টরের পদত্যাগ
Comments