নুসরাত হত্যা মামলার রায় ২৪ অক্টোবর

ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় আগামী ২৪ অক্টোবর ঘোষণা করা হবে।
nusrat jahan rafi
আগুনে পোড়া ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি। ছবি: সংগৃহীত

ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় আগামী ২৪ অক্টোবর ঘোষণা করা হবে।

ওই দিন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এই রায় দিবেন।

রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে আজ (৩০ সেপ্টেম্বর) বিকালে বিচারক মামুনুর রশিদ এই তারিখ নির্ধারণ করেছেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হাফেজ আহমেদ।

এই নৃশংস হত্যা মামলার ৯২ জন সাক্ষীর মধ্যে দুইজন তদন্ত কর্মকর্তাসহ ৮৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই আদেশ দেন বলে উল্লেখ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Inflation down by one percent: Salehuddin

Govt has been able to stabilise the market situation

46m ago