গুজরাট দাঙ্গা: বিলকিস বানোকে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণের আদেশ
ভারতের গুজরাটে ২০০২ সালের সাম্প্রদায়িক দাঙ্গার সময় গণধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকারকে আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
আগামী দুই সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের অর্থ পরিশোধের পাশাপাশি বিলকিসকে বাড়ি ও সরকারি চাকরি দেওয়ারও আদেশ এসেছে দেশটির সর্বোচ্চ আদালত থেকে। রাজ্য সরকারের আপিল নাকচ করে চূড়ান্তভাবে আজ এই রায় দেওয়া হয়েছে।
এনডিটিভির খবরে জানানো হয়, গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার সময় ২০০২ সালের ৩ মার্চ বিলকিস বানোর পরিবার আহমেদাবাদের রাধিকাপুর গ্রামে উন্মত্ত জনতার দ্বারা আক্রান্ত হয়। বিলকিস তখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। তাকে গণধর্ষণ করে তার পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয় তখন।
ওই ঘটনায় ২০০৮ সালে এক বিশেষ আদালতে দোষী সাব্যস্ত ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রমাণের অভাবে অভিযুক্ত পাঁচজন পুলিশ সদস্য ও দুজন ডাক্তারকে ছেড়ে দেওয়া হয়। কর্তব্যে অবহেলা ও অপরাধের আলামত ধ্বংস করার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।
পরে ২০১৭ সালে ওই সাত জনকে আবার দোষী সাব্যস্ত করেন হাইকোর্ট আদালত। কিন্তু সর্বোচ্চ আদালত থেকে তাদের ছয় জনকে বেকসুর ঘোষণা করা হয়।
Comments