পথচলার ২১ বছর

আগামীকাল (১ অক্টোবর) চ্যানেল আইয়ের পথচলার ২১ বছরে যাত্রা শুরু। আজ মধ্যরাত ১২টা ১ মিনিটে চ্যানেল আই পরিবারের সদস্যরা বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে ২১ বছরে পথচলার কেক কাটবেন। তারপরেই জন্মদিন উপলক্ষে প্রচার শুরু হবে বিভিন্ন অনুষ্ঠান।

রাত ১টায় প্রচারিত হবে ‘সংবাদপত্রে বাংলাদেশ’, সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার করা হবে ‘তৃতীয় মাত্রা’। সকাল সাড়ে ৭টা থেকে সরাসরি প্রচারিত হবে ‘গানে গানে সকাল শুরু।

সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চ্যানেল আই প্রাঙ্গণ অনুষ্ঠিত হবে ‘চ্যানেল আই গর্বের ২১ বছরে’। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু। উন্মুক্ত মঞ্চে দিনব্যাপী পরিবেশিত হবে প্রবীণ ও নবীন শিল্পীদের পরিবেশনায় গান ও নৃত্য। আরো রয়েছে নৃত্যনাট্য, আবৃত্তিসহ বর্ষপূর্তির নানান আয়োজন।

সন্ধ্যা ৭টায় চ্যানেল আই প্রাঙ্গণে একই মঞ্চে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে শেষ হবে গণমাধ্যমটির ২১ বছরে পদার্পণের অনুষ্ঠানমালা।

এছাড়াও রাত ১০টায় প্রচারিত হবে রাজু আলীমের পরিচালনায় ‘মহাকাশে বাংলাদেশ’।

Comments

The Daily Star  | English

Netanyahu says Israel close to meeting its goals in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

21h ago