নারায়ণগঞ্জে জুয়ার সরঞ্জাম জব্দ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বাসায় অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা। সোমবার দুপুরে উপজেলার লক্ষনখোলা মাদ্রাসা সড়কের একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার ফ্লাটে তল্লাশি চালিয়ে এসব সরঞ্জাম জব্দ করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ঢাকা শুল্ক বিভাগ কর্তৃপক্ষ গোপন সংবাদের ভিত্তিতে বন্দরে দক্ষিণ লক্ষনখোলাস্থ ডংজিং ব্যাটারি কারখানার চীনা নাগরিকদের স্টাফ কোয়ার্টারে অভিযান চালায়। অভিযানকালে শুল্ক বিভাগ কর্তৃপক্ষ ডংজিং ব্যাটারি ফ্যাক্টরির গেস্ট রুম ও চারতলা ভবনে ফ্লাট থেকে দুইটি জুয়া খেলার বোর্ড ও ১৫০টি গুটি জব্দ করে নিয়ে যায়।
তিনি বলেন, শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে থানায় কোন কিছু জানানো হয়নি। এমনকি শুল্ক গোয়েন্দার সদস্যদের নামও জানা যায়নি। এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে খোঁজখবর নিয়ে আমরা রাতে এসব তথ্য পাই। এ বিষয়ে মামলা দায়ের কিংবা অভিযোগ পেলে বিস্তারিত জানানো হবে।
Comments