ধর্ষণের অভিযোগে পল্টন থানার ওসি মাহমুদুল বরখাস্ত
চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজধানীর পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ সদরদপ্তরের এআইজি সোহেল রানা দ্য ডেইলি স্টারকে বলেছেন, পুলিশ সদরদপ্তরের নির্দেশনা অনুযায়ী সাময়িক বরখাস্ত করার পর অভিযুক্ত ওসির বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
ধর্ষণের অভিযোগ ওঠার পর মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ কমিশনার বিষয়টি তদন্ত করেন। অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় ওসির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মতিঝিল জোন) আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।
পুলিশ সদরদপ্তরে লিখিত অভিযোগে ওই নারী বলেন, ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর তাকে চাকরি দেওয়ার কথা বলে নওগাঁ থেকে ঢাকায় ডেকে আনেন মাহমুদুল। ঢাকায় তাকে একটি হোটেলে নিয়ে যান ওসি। সেখানে খাবারের সঙ্গে ‘চেতনানাশক জাতীয় কিছু খাইয়ে তাকে ধর্ষণ করেন’ ওই পুলিশ কর্মকর্তা।
Comments