মিরাজের ফিফটির পর শক্ত জবাব শ্রীলঙ্কানদের
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সৌম্য সরকার আর মেহেদী হাসান মিরাজ কতদূর যান দেখার ছিল। বোলিং অলরাউন্ডার মিরাজ ফিফটি পেলেও ফের হতাশ করেছেন সৌম্য। তবু জুতসই একটা রান পেয়ে গিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু বিবর্ণ বোলিংয়ে শ্রীলঙ্কা ‘এ’ দল দিচ্ছে শক্ত জবাব।
সোমবার হাম্বানটুটায় তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দলের করা ৩৬০ রানের জবাবে ২ উইকেটে ২০৪ রান তুলে দিন শেষ করেছে শ্রীলঙ্কা ‘এ’ দল।
আগের দিনের ৬ উইকেটে ২৭০ রান নিয়ে নেমে সকালের প্রথম ঘন্টা নির্বিঘ্নে পার করে দেন সৌম্য-মিরাজ। কিন্তু উইকেটে থিতু হয়েও বড় করতে পারেননি সৌম্য। ২৪ রান করে তিনি আউট হন। মিরাজ ফেরেন ৫৭ রান করে। মিরাজের ফেরার পর আর বেশিক্ষণ টেকেনি বাংলাদেশের ইনিংস।
জবাবে ব্যাট করতে গিয়ে শুরুতেই উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কানরা। ওপেনার পাথুম নিশাকাকে তুলে নিয়েছিলেন পেসার ইবাদত হোসেন। কিন্তু এরপর কামিন্ডু মেন্ডিসের সঙ্গে ১৬৫ রানের জুটি গড়েন আরেক ওপেনার সঙ্গিত কোরে। দিনের শেষ বেলায় ১০৪ রান করা কোরেকে আউট করেন মিরাজ। তবে মেন্ডিস ৭৯ রানের অপরাজিত থেকে দাপট জারি রেখেছেন স্বাগতিকদের।
সংক্ষিপ্ত স্কোর:
(দ্বিতীয় দিন শেষে)
বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস: (আগের দিন ২৭০/৬) ১২০.১ ওভারে ৩৬০ (সৌম্য ২৪, মিরাজ ৫৭, রানা ৮, আবু জায়েদ ৮*, ইবাদত ৭; বিশ্ব ১/৭৯, অশিথা ৩/৫৯, পুস্পকুমারা ১/৯৪, রমেশ ৩/৫৭, প্রিয়াঞ্জন ১/৩৪, কামিন্দু ০/১৫, বান্দারা ০/১৮)
শ্রীলঙ্কা ‘এ’ দল ১ম ইনিংস: ৫৫ ওভারে ২০৪/২ (নিশানকা ১৪, কুরে ১০৪, মেন্ডিস ৭৯*, প্রিয়াঞ্জস ৫*; আবু জায়েদ ০/৩৭, ইবাদত ১/২৮, রানা ০/৪০, মিরাজ ১/৬৮, মিঠুন ০/১৬, সৌম্য ০/১৪)
Comments