চ্যানেল আইয়ের ২১ বছর পদার্পণে বর্ণাঢ্য উৎসব
২১ বছরে পদার্পণ করলো দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল আই। ১৯৯৯ সালের ১ অক্টোবর পথচলা শুরু হয় চ্যানেলটির।
আজ (১ অক্টোবর) সকাল ১১টায় উৎসবমুখর পরিবেশে চেতনা চত্বরে বেলুন উড়িয়ে চ্যানেল আইয়ের জন্মদিনের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সেসময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের সদস্য, সংস্কৃতি ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আবুল মকসুদ, আজাদ রহমানসহ অনেকেই।
উদ্বোধনের পর পরিবেশিত হয় দলীয় নৃত্য। সংগীত পরিবেশন করেন চন্দনা মজুমদার, কিরণ চন্দ্র রায়, ফেরদৌস ওয়াহিদ, ফেরদৌস।
চ্যানেল আই প্রাঙ্গণে আজ বিকাল ৫টা পর্যন্ত চলবে ‘চ্যানেল আই গর্বের ২১ বছরে’অনুষ্ঠানটি। এটি প্রযোজনা করছেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু।
উন্মুক্ত মঞ্চে দিনব্যাপী পরিবেশিত হবে প্রবীণ ও নবীন শিল্পীদের পরিবেশনায় গান ও নাচ।
সন্ধ্যা ৭টায় চ্যানেল আই প্রাঙ্গণে একই মঞ্চে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আতশবাজির মধ্য দিয়ে শেষ হবে চ্যানেল আইয়ের ২১ বছরে পদার্পণের অনুষ্ঠানমালা।
Comments