সেলিমের বাসা থেকে ২১ লাখ টাকা উদ্ধার
দেশে অবৈধ ক্যাসিনো খেলার অন্যতম হোতা ও অর্থ পাচারকারী হিসেবে অভিযুক্ত সেলিম প্রধানের বনানীর বাসা থেকে নগদ ২১ লাখ টাকার বেশি উদ্ধার করেছে র্যাব।
আজ (১ অক্টোবর) র্যাব-১ এর সিও ও মিডিয়া উইংয়ের পরিচালক সারোয়ার বিন কাশেম জানান, সেলিমের বাসা থেকে ২১ লাখ ৪০ হাজার টাকা ও বেশকিছু জিনিস উদ্ধার করা হয়েছে।
গতকাল রাত ৮টার দিকে গুলশান ২ এর ৯৯ নং সড়কে সেলিম প্রধানের কার্যালয়ে র্যাব সদস্যরা অভিযান চালায়। সেখান থেকে সেলিমের সহযোগী আখতারুজ্জামানকে আটক করা হয়। পরে তাকে নিয়ে র্যাব সেলিমের বনানীর বাসায় অভিযান চালায়।
সেলিমকে গতকাল (৩০ সেপ্টেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।
Comments