বেটার লেট দ্যান নেভার: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং তাদের সবার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আজ (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সারা দেশে যারাই এ ধরণের অপরাধ করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিদিন কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছে, অভিযান চলছে।”
গত ১১ বছর ধরে ক্ষমতায় থাকা সত্ত্বেও সরকার এতোদিন পর কেনো এ ধরণের সিদ্ধান্ত নিয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, “বেটার লেট দ্যান নেভার।”
ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিষয়ে সরকার নমনীয় কী না? প্রশ্নে কাদেরের জবাব, “আমরা কাউকে ছাড় দেবো না। যাকেই গ্রেপ্তার করবো উপযুক্ত প্রমাণ নিয়েই গ্রেপ্তার করবো। তাই ব্যক্তি বিশেষ কোনো বিষয় নয়। ব্যক্তি যেই হোক অপরাধ করলে ছাড় দেওয়া হবে না।”
Comments