নেইমারবিহীন ম্যাচে পিএসজিকে জেতালেন ইকার্দি

গেল মৌসুমে পাওয়া নিষেধাজ্ঞা কারণে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে খেলতে পারলেন না নেইমার। তার অনুপস্থিতিতে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) জেতানোর দায়িত্বটা নিলেন মাউরো ইকার্দি। নতুন ক্লাবের জার্সিতে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের প্রথম গোলে পূর্ণ পয়েন্ট পেল ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
icardi
ছবি: এএফপি

গেল মৌসুমে পাওয়া নিষেধাজ্ঞা কারণে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে খেলতে পারলেন না নেইমার। তার অনুপস্থিতিতে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) জেতানোর দায়িত্বটা নিলেন মাউরো ইকার্দি। নতুন ক্লাবের জার্সিতে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের প্রথম গোলে পূর্ণ পয়েন্ট পেল ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইয়ের মাঠে ১-০ গোলে জিতেছে পিএসজি। টানা দুই জয়ে তারা রয়েছে গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে। আগের ম্যাচে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল টমাস টুশেলের শিষ্যরা।

এদিন পিএসজির শুরুর একাদশে ছিলেন না কিলিয়ান এমবাপেও। ফলে মাঝমাঠ নিয়ন্ত্রণ করলেও প্রথমার্ধে আক্রমণে বেশ ভুগতে হয় দলটিকে। বিরতির পর অবশ্য ছন্দ খুঁজে পায় তারা। যার ফল হিসেবে ৫২তম মিনিটে জালের নিশানা খুঁজে পান ইকার্দি। ডি-বক্সের ভেতরে পাবলো সারাবিয়ার পাস থেকে বল পেয়ে গ্যালাতাসারাই গোলরক্ষককে পরাস্ত করেন ইন্টার মিলান থেকে ধারে খেলতে আসা এই তারকা।

ইকার্দির বদলি হিসেবে ম্যাচের শেষ ৩০ মিনিট খেলেন এমবাপে। তাতে পিএসজি প্রতিপক্ষের রক্ষণে ভয় ধরিয়ে দেয়। তবে ব্যবধান বাড়াতে পারেনি। স্বাগতিক গ্যালাতাসারাই অবশ্য রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল গোটা ম্যাচে। বল দখলের লড়াইটা সমান-সমান হলেও পিএসজির গোলমুখে মাত্র একটি শট নিতে পারে তারা।

গ্রুপের আরেক ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বেলজিয়ামের ক্লাব ব্রুসের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল। দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ায় চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা। ২-২ ড্রয়ে স্বস্তিতে ম্যাচ শেষ করে জিনেদিন জিদানের শিষ্যরা।

‘বি’ গ্রুপে ইংলিশ দল টটেনহ্যাম হটস্পারকে তাদের মাঠেই ৭-২ গোলে বিধ্বস্ত করেছে জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ। অন্য ম্যাচে সার্বিয়ার দল রেড স্টার বেলগ্রেড নিজেদের মাঠে ৩-১ গোলে জিতেছে গ্রিসের অলিম্পিয়াকোসের বিপক্ষে।

‘সি’ গ্রুপে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়ার দিনামো জাগরেবকে। আরেক ম্যাচে ইতালির আতালান্তার মাঠ থেকে ২-১ গোলের নিয়ে ফিরেছে ইউক্রেনের শাখতার দোনেস্ক।

‘ডি’ গ্রুপে জার্মানির বেয়ার লেভারকুসেনকে ৩-০ গোলে হারিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। আরেক ম্যাচে রাশিয়ার লোকোমোতিভ মস্কোর মাঠে ২-০ ব্যবধানে জিতেছে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ।

Comments