৪৫ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অনুপ্রবেশের অভিযোগে ৪৫ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।
arrest_3_2.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অনুপ্রবেশের অভিযোগে ৪৫ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ আমাদের চট্টগ্রাম সংবাদদাতাকে জানান, আজ (২ অক্টোবর) ভোর রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর মোল্লাপাড়া এলাকার অভিযান চালায় পুলিশ। এসময় স্থানীয় মোবারক হোসেনের বাড়ি থেকে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

এরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিভিন্ন সময়ে পালিয়ে এসেছেন। এদের মধ্যে অনেকেই তেমন বাংলা বলতে পারেন না। বর্তমানে সবাইকে থানায় রাখা হয়েছে। এদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

3h ago