অবৈধ ক্যাসিনো ব্যবসা

৪ দিনের রিমান্ডে সেলিম প্রধান

অবৈধ অনলাইন ক্যাসিনো ব্যবসার ‘হোতা’ হিসেবে অভিযুক্ত সেলিম প্রধান ও তার দুই সহযোগীকে মাদক মামলায় চারদিনের রিমান্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।
Salim Prodhan
সেলিম প্রধানের (সোফায় বসা) বাসা থেকে নগদ অর্থ, মদ ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়। ছবি: স্টার ফাইল ফটো

অবৈধ অনলাইন ক্যাসিনো ব্যবসার ‘হোতা’ হিসেবে অভিযুক্ত সেলিম প্রধান ও তার দুই সহযোগীকে মাদক মামলায় চারদিনের রিমান্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

সেলিম ও তার দুই সহযোগী মো. আখতারুজ্জামান ও মো. রোমানের সাতদিনের রিমান্ড চেয়ে গুলশান থানার পরিদর্শক আমিনুল ইসলাম তাদেরকে আদালতে হাজির করলে মহানগর হাকিম মো. মইনুল ইসলাম আজ (৩ অক্টোবর) এই আদেশ দেন।

সেলিমকে গত ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করার পর তার দেওয়া তথ্য অনুযায়ী তার গুলশান অফিস ও বনানী বাসায় প্রায় ২০ ঘণ্টা অভিযান চালায় র‌্যাব।

অভিযানের সময় ২৩টি দেশের মুদ্রাসহ মোট ৭৭ লাখ ৬৩ হাজার নগদ অর্থ উদ্ধার করা হয়। এছাড়াও, তিনটি ব্যাংকের ৩২টি চেক বই, পাঁচটি মাস্টার কার্ড, দুটি চিত্রল হরিণের চামড়া এবং ৪৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। সেসময় জুয়া খেলার সরঞ্জাম হিসেবে চারটি ল্যাপটপ ও একটি ডেস্কটপ কম্পিউটারও জব্দ করা হয়।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

1h ago