নারায়ণগঞ্জের ইউনাইটেড ক্লাবে জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৭
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ‘দ্য ইউনাইটেড অ্যাসোসিয়েশন’ (ইউনাইটেড ক্লাব নামে পরিচিত)-এ অভিযান চালিয়ে ক্লাবটির সভাপতিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের দাবি, অভিযানের সময় ক্লাবটিতে জুয়ার আসর চলছিলো। সেখান থেকে তিন বান্ডিল তাস, নগদ ২০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
আজ (৪ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার রাতে পঞ্চবটী এলাকায় ওই অভিযান চললেও, শুক্রবার সকালে বিষয়টি নিয়ে পুলিশ ও ডিবি কর্মকর্তাদের কেউই মুখ খুলেননি।
গ্রেপ্তারকৃতরা হলেন- ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন তাপু (৫৫), ইকবাল হোসেন (৫৬), কামাল হোসেন (৪৯), শামসুজ্জামান (৪০), মোস্তাফিজুর রহমান (৫২), এবিএম শফিকুল ইসলাম (৫০) ও আফজাল হোসেন (৪০)।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমন জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদেরকে গ্রেপ্তারের পর মামলা দায়ের করে আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
ডিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ফতুল্লার পঞ্চবটীতে ধনাঢ্যদের ক্লাব হিসেবে পরিচিত ইউনাইটেড ক্লাব। প্রতিরাতেই সেখানে জুয়ার আসর বসে। বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার রাতে শুরু হয় আসরটি। চলে শুক্রবার রাত পর্যন্ত। গতকাল রাতে ডিবি সেখানে হানা দেয়। সেসময় সাতজনকে গ্রেপ্তার করা হয়।
Comments