শ্রীলঙ্কায় লড়ছে মিরাজরা
দিনের শুরুটা দারুণ করেছিল শ্রীলঙ্কা ‘এ’ দল। তাতে পানের পাহাড় গড়ার পথেই ছিল দলটি। তবে মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেনের বোলিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ‘এ’ দল। শেষ পর্যন্ত প্রথম দিনে ৫টি উইকেট নিয়েছে তারা। তবে এরমধ্যেই ২২৩ ছাড়িয়েছে শ্রীলঙ্কার দলীয় রান।
হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে স্টেডিয়ামে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট টস জিতে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। দলীয় ৩২ রানে প্রথম উইকেট হারায় দলটি। তবে দ্বিতীয় উইকেটে পাথুম নিসাঙ্কা আর কামিন্দু মেন্ডিস দারুণ এক জুটি গড়েন। স্কোরবোর্ডে ১২১ রান যোগ করেন এ দুই ব্যাটসম্যান।
মেন্ডিসকে উইকেটরক্ষক নুরুল হাসান সোহেনের তালুবন্দি করে এ জুটি ভাঙেন মিরাজ। তাতে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। এরপর আরও তিন উইকেট তুলে নেয় তারা।
তবে শ্রীলঙ্কা বড় জুটি গড়লেও মাত্র ৪ জন বোলার ব্যবহার করেছেন অধিনায়ক মুমিনুল হক। মিরাজ-ইবাদত ছাড়া বল করেছেন সালাউদ্দিন শাকিল ও রিশাদ হোসেন। আনেননি কোন অনিয়মিত বোলার।
প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেটে ২২৩ রান সংগ্রহ করেছে। চারিথ আসালঙ্কা ১৭ ও লাহিরু উদারা ২ রানে ব্যাট করছেন। দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেন নিসাঙ্কা। ১৬৬ বলে ১১টি চারের সাহায্যে এ রান করেন এ ওপেনার। ১২১ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৬২ রান করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মেন্ডিস।
বাংলাদেশের পক্ষে দারুণ বোলিং করেছেন মিরাজ। ৬৬ রানের খরচায় নিয়েছেন ৩টি উইকেট। ইবাদত ২টি উইকেট নেন ৫১ রানের বিনিময়ে। শাকিল ও রিশাদ ছিলেন উইকেটশূন্য।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ 'এ' দল: ৭৪ ওভারে ২২৩/৫ (নিসাঙ্কা ৮৫, কোরে ১৭, মেন্ডিস ৬২, প্রিয়াঞ্জান ২৮, আসালঙ্কা ১৭*, পেরেরা ৪, ইগালাগামাগে ২*; ইবাদত ২/৫১, সাকিল ০/৪৪, মিরাজ ৩/৬৬, রিশাদ ০/৫৬)।
Comments