রংপুর-৩ উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে
রংপুর-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। আজ (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
আমাদের দিনাজপুর সংবাদদাতা জানান, এই আসনের প্রায় ৪ লাখ ৪২ হাজার মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।
গত ১৪ জুলাই জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষিত হলে নির্বাচন কমিশন উপনির্বাচনের উদ্যোগ নেয়।
এরশাদের ছেলে সাদ এরশাদ (জাপা প্রার্থী) এবং ভাতিজা শাহরিয়ার আসিফ (স্বতন্ত্র) ছাড়াও আরও চারজন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বিএনপি প্রার্থী রিটা রহমান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী শফিউল আলম, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল।
রংপুরের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন গতকাল জানিয়েছেন, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার না হওয়ায় ছয় প্রতিদ্বন্দ্বীর মধ্যে সাদ এরশাদ, রিটা রহমান, কাজী মো. শহীদুল্লাহ ও শফিউল আলম প্রার্থী হলেও ভোট দিতে পারবেন না।
Comments