ভারত সফরে ম্যাকেঞ্জিকে টেস্টেও পাচ্ছে বাংলাদেশ
সীমিত ওভারের ব্যাটিং কোচ হিসেবে বাংলাদেশের সঙ্গে কাজ করছেন নিল ম্যাকেঞ্জি। দক্ষিণ আফ্রিকান এই কোচের সঙ্গে বিসিবির চুক্তিও কেবল সাদা বলের খেলা নিয়েই। এবার লাল বলেও ম্যাকেঞ্জির তালিম পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আসছে ভারত সফরে প্রথম টেস্টে তো তিনি থাকছেনই, এমনকি পুরো সিরিজেও থাকতে পারেন দলের সঙ্গে।
সাদা বলে ম্যাকেঞ্জির সঙ্গে কাজ করে বেশ খুশি তামিম ইকবালরা। দলের ব্যাটসম্যানদের চাওয়া থেকেই ম্যাকেঞ্জিকে টেস্টে কাজ করার জন্য প্রস্তাব দেওয়া হয়। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন, সাবেক প্রোটিয়া ব্যাটসম্যানের সঙ্গে আলাপ আলোচনা করে তাকে প্রথম টেস্টের জন্য রাজি করিয়েছেন তারা।
শনিবার (৫ অক্টোবর) গেম ডেভপলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, এইচপি ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে কোচদের ডেভলপমেন্ট বিষয়ক সভায় বসেছিলেন আকরাম। সভার পর জানালেন, সব সংস্করণে একই ব্যাটিং কোচ রাখার চিন্তা করছেন তারা, সে চিন্তা থেকেই ভারত সফরে টেস্টেও পাওয়া যাবে ম্যাকেঞ্জির সেবা, ‘ম্যাকেঞ্জি প্রথম টেস্টেই থাকবে। আমরা যেটি আলাপ আলোচনা করছি যে, একই কোচ যদি লাল এবং সাদা বল দুই দলের জন্য থাকে, সেটা দলের জন্য ভালো। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সে আপাতত প্রথম টেস্টে থাকবে, তবে দ্বিতীয় টেস্টে বলা যাচ্ছে না।’
‘আমরা এটি নিয়ে আলোচনা করব। ওর সঙ্গে চুক্তি শুধু টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে, টেস্টে ওর সঙ্গে চুক্তি নেই আমাদের। তবে আমরা চেষ্টা করছি। এখনও চূড়ান্ত হয়নি।’
থিলান সামারাবিরার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর কেবল সীমিত ওভারের ব্যাটিং কোচ হিসেবে ম্যাকেঞ্জিকে নিয়োগ দেয় বিসিবি। পরিবারকে সময় দিতে ম্যাকেঞ্জি অবশ্য নিজেই সব সংস্করণে পূর্ণ মেয়াদে কাজ করতে রাজি হননি। টেস্টের জন্য তাই খোঁজা হচ্ছিল আলাদা ব্যাটিং কোচ। জুতসই তেমন কাউকে না পাওয়ায় এই জায়গা থেকে গেছে ফাঁকা।
এবার সব ফরম্যাটে কাজ করার জন্য নতুন করে ম্যাকেঞ্জির সঙ্গে আলোচনায় বসেছে বিসিবি, ‘টেস্টে ব্যাটিং কোচ নিয়োগে তো অবশ্যই গুরুত্ব দেয়া হচ্ছে। আমরা আসলে ভালো কোচকে নিয়েই কাজ করার চেষ্টা করছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। আমরা তো একটা সময় কোনো কোচই পাচ্ছিলাম না। এটার জন্য একটু সময় লাগবে। আর টেস্টের জন্য আমরা অনেক জায়গায় চেষ্টা করছি। সেটাও করে ফেলব। তবে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি যে, ম্যাকেঞ্জি যদি তিন ফরম্যাটে থাকে তাহলে আমাদের জন্য ভালো হবে। সে দক্ষিণ আফ্রিকায় তিন ফরম্যাটের কোচ ছিল। তবে যেহেতু তার পরিবারকে সময় দেওয়া নিয়ে একটু সমস্যা হচ্ছে, তাই এটি নিয়ে আমরা আলাপ করছি।’
Comments