মিরাজের ৭ উইকেটের পর মুমিনুলের সেঞ্চুরি

Mominul Haque
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

আগের দিনই ৩ উইকেট নিয়েছিলেন। মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় দিনের শুরু থেকেই দেখালেন মুন্সিয়ানা। জোড়ায় জোড়ায় আরও ৪ উইকেট নিয়ে দ্রুত অলআউট করে দেন শ্রীলঙ্কা ‘এ’ দলকে। জবাবে ব্যাট করতে গিয়েও স্বস্তিতে বাংলাদেশ ‘এ’ দল। সাদমান ইসলামের ফিফটি আর আর মুমিনুল হকের সেঞ্চুরিতে লিড নিয়েছে তারা।

হাম্বানটুটায় দ্বিতীয় চারদিনের ম্যাচে শ্রীলঙ্কানদের ২৬৮ রানের জবাবে ৬ উইকেটে ২৮৩ রান নিয়ে দিন শেষ করেছেন মুমিনুলরা।

আগের দিনের ৫ উইকেটে ২২৩ রান নিয়ে নেমে সকালেই মিরাজের তোপে পড়ে শ্রীলঙ্কার ইনিংস। ২৬৪ থেকে ২৬৮ রানে যেতেই তারা হারায় শেষ ৫ উইকেট। লঙ্কান ইনিংসে ধস নামিয়ে টানা উইকেট নিয়ে লেজ মুড়ে দেন মিরাজ। প্রথম ম্যাচে ৫ উইকেট পাওয়া মিরাজ এবার ৮৪ রানে নেন ৭ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছিল ‘এ’ দল। ১ রান করে ওপেনার জহুরুল ইসলাম ফেরেন দ্বিতীয় ওভারেই। ৬ষ্ঠ ওভারে ৯ রান করে ফিরে যান টানা ব্যর্থতার মধ্য দিয়ে যাওয়া নাজমুল হোসেন শান্ত। ২২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া দল ঘুরে দাঁড়ায় সাদমান আর মুমিনুলের ব্যাটে। দুজনেই ছিলেন সেঞ্চুরির পথে। ১৫৪ রানের জুটির পর বাঁহাতি স্পিনার প্রভাত জয়াসুরিয়ার বলে ৭৭ করে ফেরেন সাদমান। মোহাম্মদ মিঠুন আউট হন থিতু হয়ে।

তবে অধিনায়ক মুমিনুল হাতছাড়া করেননি সেঞ্চুরি। ১৯০ বলে ১৫ চার আর ১ ছক্কায় ১১৭ রান করে থামে ‘এ’ দল অধিনায়কের ইনিংস। শেষ সেশনে এনামুল হক বিজয় দ্রুত ফিরে গেলেও আর বিপদ বাড়তে দেননি নুরুল হাসান সোহান আর মেহেদী হাসান মিরাজ। ৩৫ রান নিয়ে সোহান আর ৮ রান নিয়ে মিরাজ শুরু করবেন তৃতীয় দিনের খেলা।'

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ‘এ’ দল ১ম ইনিংস: (আগের দিন ২২৩/৫) ৯০.২ ওভারে ২৬৮ (আসালঙ্কা ৪৪, উদারা ২০, নিশান ০, জয়াসুরিয়া ০, সিরাজ ০, ফার্নান্দো ০*; ইবাদত ২/৬২, শাকিল ১/৬০, মিরাজ ৭/৮৪, রিশাদ ০/৫৬)

 
বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস: ৬৭ ওভারে ২৮৩/৬ (জহুরুল ১, সাদমান ৭৭, শান্ত ৯, মুমিনুল ১১৭, মিঠুন ২১, এনামুল ৮, সোহান ৩৫*, মিরাজ ৬*; ফার্নান্দো ১/৩৭, সিরাজ ৩/৫৬, নিশান ০/৪১, প্রিয়াঞ্জন ০/২২, জয়াসুরিয়া ২/৮৭, আসালঙ্কা ০/১৯, মেন্ডিস ০/১৫)

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago