রংপুরে উপনির্বাচনে জয়ী সাদ এরশাদ

রংপুর-৩ উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী রাহগির আলমাহি সাদ এরশাদ। ছবি: স্টার

রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির রাহগির আলমাহি সাদ এরশাদ ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির রিটা রহমান পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট।

এরশাদ মারা যাওয়ায় খালি হওয়া এই আসনের উপনির্বাচনে আজ ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল। আজ সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ ভোটগ্রহণ চলে। প্রতিটি কেন্দ্রে দিনভর একজন-দুজন করে ভোটারের উপস্থিতি চোখে পড়েছে। ভোট পড়েছে ২১ দশমিক ৩১ শতাংশ।

উপনির্বাচনে ১৪ হাজার ৯৪৮ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার।

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ গত ১৪ জুলাই মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। ১ সেপ্টেম্বর এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Comments

The Daily Star  | English

Israeli military says attacking military infrastructure in Tehran, Western Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

16h ago