‘ক্যাসিনো’ সম্রাট গ্রেপ্তার

samrat-4_0.jpg
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ও চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে আলোচিত ইসমাইল হোসেন সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাব জানায়, আজ (৬ অক্টোবর) ভোরে কুমিল্লা থেকে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সেসময় সম্রাটের এক সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।

র‌্যাবের জ্যেষ্ঠ সহকারী সুপারিন্টেনডেন্ট মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, র‌্যাবের একটি দল ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে সম্রাট ও তার সহযোগীকে গ্রেপ্তার করে।

আলকরা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক আমাদের কুমিল্লা সংবাদদাতাকে জানান, র‌্যাব-৭ এর একটি দল ঢাকা থেকে এসে পুঞ্জশ্রীপুর গ্রামের জনৈক মুনির চৌধুরীর বাড়ি গতকাল সন্ধ্যায় ঘিরে রাখে। পরে সম্রাটকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

আলোচনায় সম্রাট...

সম্রাট আটক কী না, জানা যাবে শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্লিজ, ওয়েট অ্যান্ড সি: কাদের

Comments