ইকার্দি-নেইমারের লক্ষ্যভেদে পিএসজির দুর্দান্ত জয়

জালের ঠিকানা খুঁজে পেলেন মাউরো ইকার্দি। দুরন্ত ফর্মে থাকা নেইমারও নাম লেখালেন গোলদাতাদের তালিকায়। তাদের আরও দুই সতীর্থ পরাস্ত করলেন প্রতিপক্ষ গোলরক্ষককে। তাতে অঁজিকে গুঁড়িয়ে ফরাসি লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
psg
ছবি: এএফপি

জালের ঠিকানা খুঁজে পেলেন মাউরো ইকার্দি। দুরন্ত ফর্মে থাকা নেইমারও নাম লেখালেন গোলদাতাদের তালিকায়। তাদের আরও দুই সতীর্থ পরাস্ত করলেন প্রতিপক্ষ গোলরক্ষককে। তাতে অঁজিকে গুঁড়িয়ে ফরাসি লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

শনিবার রাতে (৫ অক্টোবর) পার্ক দে প্রিন্সেসে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। ইকার্দি-নেইমারের পাশাপাশি গোল করেন পাবলো সারাবিয়া ও ইদ্রিসা গানা গেয়ে। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার এক নম্বরে রয়েছে টমাস টুশেলের দল। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিনে অঁজি।

ঘরের মাঠে বল দখলের লড়াইয়ে বিস্তর ব্যবধানে এগিয়ে থাকার পাশাপাশি আক্রমণেও দাপট দেখায় পিএসজি। তারা মোট ১৩টি শট নেয় যার ৮টিই ছিল লক্ষ্যে। অঁজিও বেশ পরীক্ষা নিয়েছে স্বাগতিক রক্ষণভাগের। নেয় মোট ৯টি শট নেয়। তবে লক্ষ্যে ছিল মাত্র ২টি।

ম্যাচের ১৩তম মিনিটে আন্দার হেরেরার পাস থেকে বল পেয়ে পিএসজিকে এগিয়ে নেন সারাবিয়া। ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের কোণাকুণি শটে গোল করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি। আগের ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হয়ে অভিষেক গোল পাওয়া এই তারকা লিগ ওয়ানে নিজের গোলের খাতা খোলেন।

বিরতির পর অঁজির জালে আরও দুবার বল পাঠায় পিএসজি। ৫৯তম মিনিটে গেয়ে সারাবিয়ার ভলি গোললাইন থেকে ফেরান প্রতিপক্ষ ডিফেন্ডার। তবে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি তিনি। ফের বল পান সারাবিয়া। এবার অবশ্য ঠিকঠাকভাবে শট নিতে ব্যর্থ হন তিনি। কিন্তু ভাগ্য সহায় থাকায় বল পৌঁছায় গেয়ের পায়ে। তিনি বাকি কাজটা সারেন সহজেই।

ম্যাচের ৯০তম মিনিটে জালের দেখা পান ব্রাজিলিয়ান তারকা নেইমার। বদলি ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম চুপো-মোটিংয়ের বাড়ানো পাসে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের কোণাকুণি শটে গোল করেন তিনি। চলতি লিগে ৫ ম্যাচে এটি তার চতুর্থ গোল।

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir led the six-member delegation at the State Guest House Jamuna.

1h ago