রিয়ালের স্বস্তির জয়ে জাল খুঁজে নিলেন হ্যাজার্ড-রদ্রিগেজ
নতুন ঠিকানায় নাম লেখানোর পর অভিষেক গোলের দেখা পেলেন এডেন হ্যাজার্ড। ক্লাবের হয়ে দ্বিতীয় দফায় প্রথমবার জাল খুঁজে নিলেন হামেস রদ্রিগেজও। তাতে গ্রানাদার বিপক্ষে ঘরের মাঠে হোঁচট খাওয়া থেকে রক্ষা পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্বস্তির জয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে তারা।
শনিবার রাতে (৫ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে গ্রানাদার বিপক্ষে রিয়াল জিতেছে ৪-২ গোলে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২ ম্যাচে ড্র করার পর জয়ে ফিরেছে জিনেদিন জিদানের শিষ্যরা। ৮ ম্যাচে তাদের অর্জন ১৮ পয়েন্ট। চলতি লিগে এখনও অপরাজিত তারা।
শেষদিকে রোমাঞ্চ ছড়ালেও ম্যাচে রিয়াল যেভাবে শুরু করেছিল, তাতে সহজ জয়ের দিকেই এগোচ্ছিল তারা। ৬১ মিনিটের মধ্যে স্কোরলাইন ৩-০ করে ফেলে দলটি। কিন্তু এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় অতিথি গ্রানাদা। ৮ মিনিটের ব্যবধানে শোধ করে ২ গোল। তবে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে রদ্রিগেজ গোল করলে রিয়ালের পূর্ণ পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত হয়।
দ্বিতীয় মিনিটে গ্যারেথ বেলের ক্রসে রিয়ালকে এগিয়ে নেন ছন্দে থাকা করিম বেনজেমা। চলতি লিগে ৭ ম্যাচে ফরাসি স্ট্রাইকারের এটি ষষ্ঠ গোল। বিরতির ঠিক আগে ব্যবধান বাড়ান বেলজিয়ান ফরোয়ার্ড হ্যাজার্ড। ফেদেরিকো ভালভার্দের পাসে বল পেয়ে চিপ করে প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার উপর দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।
৬১তম মিনিটে হ্যাজার্ডের পাসে দূরপাল্লার জোরালো শটে বল জালে পাঠান লুকা মদ্রিচ। গ্রানাদা গোলরক্ষক রুই সিলভার কেবল চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। ৬৯তম মিনিটে অবশ্য ব্যবধান কমায় দলটি। রিয়াল গোলরক্ষক আলফোনসো আরেওলার ভুলে পেনাল্টি পায় তারা। স্পট কিকে কোনো ভুল করেননি ডারউইন মাচিস।
৭৭তম মিনিটে স্কোরলাইন ৩-২ করেন দমিঙ্গেজ দুয়ার্তে। কর্নার থেকে ভিক্তর দিয়াজের কাছ থেকে বল পেয়ে জালে জড়ান তিনি। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গ্রানাদার সমতায় ফেরার আশা শেষ করে দেন ওয়েলস তারকা বেলের বদলি কলম্বিয়ান ফরোয়ার্ড রদ্রিগেজ। পাল্টা আক্রমণে আলভারো ওদরিওজোলার কাট-ব্যাক পেয়ে গোল করেন তিনি।
হারলেও লা লিগার পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে গ্রানাদার। তাদের পয়েন্ট ৮ ম্যাচে ১৪। ৭ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তিনে অ্যাতলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বর্তমান লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা।
Comments