ডেঙ্গু: চট্টগ্রামে তরুণীর মৃত্যু
চট্টগ্রাম মহানগরীতে ডেঙ্গু জ্বরে সুমি বৈদ্য (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
গতকাল (৫ অক্টোবর) রাতে নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমির মৃত্যু হয়।
সুমি বৈদ্য খুলশী থানাধীন ফয়’স লেক বৈশাখী ভবনের সুনীল বৈদ্যের মেয়ে এবং নগরীর এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের বিজ্ঞান বিভাগ থেকে সম্প্রতি এইচএসসি পাশ করেছেন।
এছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার ছোটভাই অরূপ বৈদ্য (১৬) হাসপাতালে ভর্তি রয়েছে।
সুমি ও অরূপের ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর সন্ধ্যায় নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়ে তাদের খোঁজ-খবর নেন স্বাস্থ্যদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর ও জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী।
আজিজুর রহমান সিদ্দিকী বলেন, “তাদের দুজনের খবর শুনে আমরা দেখে এসেছি। এর কিছুক্ষণ পরেই সুমির মৃত্যু হয়। যতোটুকু শুনেছি, সুমির ডেঙ্গু ধরা পড়ার পর তার বাবার ফার্মেসির দোকান থাকায় নিজে নিজেই চিকিৎসা করেছিলেন। এ বিষয়ে অবহেলা না করে যদি প্রথমেই চিকিৎসা করাতো হয়তো সুমি বেঁচে যেতেন। তবে চমেক হাসপাতালে গিয়ে সুমির ছোটভাই অরূপকে দেখে এসেছি। সে বর্তমানে কিছুটা ভালো আছে। আশা করছি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।”
Comments