টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ ‘হ্যাটট্রিকম্যান’ পাকিস্তানের হাসনাইন
টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাসনাইন। এই ফরম্যাটে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই ডানহাতি পেসার।
শনিবার (৫ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেন হাসনাইন। কীর্তি গড়ার সময়ে তার বয়স ছিল মাত্র ১৯ বছর ১৮৩ দিন।
পাকিস্তানের দ্বিতীয় ও সবমিলিয়ে নবম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন হাসনাইন। এর আগে ২০১৭ সালে টানা তিন বলে ৩ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। সে ম্যাচেও তাদের প্রতিপক্ষ ছিল লঙ্কানরা।
হাসনাইনের হ্যাটট্রিকটি এসেছে দুই ওভারে। শ্রীলঙ্কার ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে তিনি ফেরান ভানুকা রাজাপাকসেকে। এলবিডাব্লিউ হওয়ার আগে তিনি করেন ২২ বলে ৩২ রান। এরপর ১৯তম ওভারের প্রথম ও দ্বিতীয় বলে যথাক্রমে দাসুন শানাকা ও শেহান জয়সুরিয়াকে আউট করেন হাসনাইন।
অধিনায়ক শানাকা ১০ বলে ১৭ রান করে ক্যাচ দেন উমর আকমলকে। ৬ বলে ২ রান করা জয়সুরিয়ার ক্যাচ লুফে নেন আহমেদ শেহজাদ। সবমিলিয়ে ৪ ওভারে ৩৭ রান খরচায় ৩ উইকেট পান হাসনাইন।
তবে তরুণ গতিতারকার রেকর্ডের রাতে ব্যর্থ হয়েছে স্বাগতিক পকিস্তান। শ্রীলঙ্কার করা ৫ উইকেটে ১৬৫ রানের জবাবে তারা অলআউট হয় ১০১ রানে। ৬৪ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।
Comments