সম্রাটের কার্যালয়ে র্যাবের অভিযান
গ্রেপ্তারকৃত ঢাকা দক্ষিণ যুবলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে সঙ্গে নিয়ে রাজধানীর কাকরাইলে তার কার্যালয় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ (৬ অক্টোবর) বেলা দেড়টার দিকে সম্রাটকে নিয়ে তার কার্যালয় ‘ভূঁইয়া ট্রেড সেন্টারে’ যায় র্যাব।
দেশে চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের শুরু থেকেই আলোচনায় ছিলেন সম্রাট। তবে তখন থেকেই তিনি ছিলেন ধরা-ছোঁয়ার বাইরে।
গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানে ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেপ্তারের পর থেকে পরবর্তী ছয়দিন তিনি তার ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করেন।
সেসময় যুবলীগের শতাধিক কর্মী এবং ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের দিয়ে তিনি কার্যালয়ের বাইরে পাহারা বসিয়েছিলেন। পরে জানা যায় যে, গোপনে তিনি অন্য স্থানে চলে যান। এরপর থেকেই তার অবস্থান নিয়ে রহস্যের সৃষ্টি হয়।
অবশেষে আজ ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের ‘এক জামায়াত নেতার বাড়ি থেকে’ টেন্ডার-চাঁদাবাজিতে অভিযুক্ত সম্রাট এবং তার সহযোগী ও ঢাকা দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র্যাব।
আরও পড়ুন:
গ্রেপ্তার এড়াতে কৌশল খাটাতো সম্রাট: র্যাব ডিজি
‘জামায়াত নেতার বাড়িতে লুকিয়েছিলেন যুবলীগ নেতা সম্রাট’
Comments