গ্রেপ্তার এড়াতে কৌশল খাটাতো সম্রাট: র‌্যাব ডিজি

দেশে ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর সময় থেকে যুবলীগের সদ্য বহিষ্কৃত নেতা ও টেন্ডার-চাঁদাবাজির অন্যতম মূল হোতা হিসেবে অভিযুক্ত ইসমাইল হোসেন সম্রাট গ্রেপ্তার এড়াতে নানা কৌশলের আশ্রয় নিতেন বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
rab dg
৬ অক্টোবর ২০১৯, যুবলীগের সদ্য বহিষ্কৃত নেতা ও টেন্ডার-চাঁদাবাজির অন্যতম মূল হোতা হিসেবে অভিযুক্ত ইসমাইল হোসেন সম্রাটকে গ্রেপ্তারের পর র‌্যাব সদরদপ্তরে সাংবাদিকদের ব্রিফিং করেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। ছবি: স্টার

দেশে ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর সময় থেকে যুবলীগের সদ্য বহিষ্কৃত নেতা ও টেন্ডার-চাঁদাবাজির অন্যতম মূল হোতা হিসেবে অভিযুক্ত ইসমাইল হোসেন সম্রাট গ্রেপ্তার এড়াতে নানা কৌশলের আশ্রয় নিতেন বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

আজ (৬ অক্টোবর) ভোরে কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তারের পর সকালে ঢাকায় র‌্যাব সদরদপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে এমন মন্তব্য করেন র‌্যাব পরিচালক।

বেনজীর বলেন, “গ্রেপ্তার এড়াতে সম্রাট নানা কৌশলের আশ্রয় নিতেন।”

“ক্যাসিনোর বিরুদ্ধে আমরা অভিযান চালানোর সময় বারবার সম্রাটের নাম এসেছে। ক্যাসিনো ব্যবসায় যুক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে,” যোগ করেন র‌্যাব মহাপরিচালক।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি পদে থাকা সম্রাটকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর দল থেকে বহিষ্কার করা হয়।

আরো পড়ুন:

সম্রাটকে যুবলীগ থেকে বহিষ্কার

‘জামায়াত নেতার বাড়িতে লুকিয়েছিলেন যুবলীগ নেতা সম্রাট’

‘ক্যাসিনো’ সম্রাট গ্রেপ্তার

আলোচনায় সম্রাট...

সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago