পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে অচলাবস্থা কাটেনি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সৃষ্ট অচলাবস্থা এখনও কাটেনি। তীব্র স্রোতের কারণে এক সপ্তাহ ধরে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ কারণে পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অপেক্ষমাণ থাকছে বিভিন্ন ধরণের শতশত যানবাহন।
Manikganj-Paturia-Ghat.jpg
ব্যক্তিগত ছোট গাড়ি ও জরুরি পণ্যবাহী ট্রাকগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। ছবি: স্টার

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সৃষ্ট অচলাবস্থা এখনও কাটেনি। তীব্র স্রোতের কারণে এক সপ্তাহ ধরে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ কারণে পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অপেক্ষমাণ থাকছে বিভিন্ন ধরণের শতশত যানবাহন।

সরেজমিনে দেখা গেছে, ঘাটে অপেক্ষমাণ যানবাহনের অধিকাংশই পণ্যবাহী ট্রাক। পাটুরিয়া ঘাট এলাকায় চার শতাধিক এবং ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার বাথুলি ও শিবালয় উপজেলার উথলি এলাকায় আটকা রয়েছে আরও তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক। রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাকসহ অন্যান্য গাড়ি।

ব্যক্তিগত ছোট গাড়ি ও জরুরি পণ্যবাহী ট্রাকগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। ঘাট এলাকার পরিস্থিতি স্বাভাবিক হলে ওইসব জায়গা থেকে কিছু কিছু ট্রাক ঘাট এলাকায় নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

বিআডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, “নদীতে স্রোত ও দৌলতদিয়া ঘাট এলাকায় দু’টি পন্টুন ভেঙ্গে যাওয়ায় ফেরিগুলো চলাচল ব্যাহত হচ্ছে।”

তিনি বলেন, “পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৬টি ফেরি রয়েছে। পাঁচটি ফেরির ইঞ্জিন দুর্বল থাকায় সেগুলো স্রোতের বিপরীতে চলতে পারছে না। বর্তমানে এই নৌপথে ছোট বড় মিলে ১১টি ফেরি চলাচল করছে।”

এদিকে, ফেরি চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাটুরিয়ামুখী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

Comments