এই সেই সম্রাট!

তথ্য অধিদপ্তর (পিআইডি) থেকে সরবরাহ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশের ফটোশপ করা ছবি

বাংলাদেশের ক্যাসিনো রাজা সম্রাট, অনেক অভিনব উপায়ে ক্ষমতার সিঁড়ি ব্যবহার করেছে।

২০১৭ সালের জানুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত হয়েছিল এক বিশাল সমাবেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই সমাবেশের একটি সর্বাধিক প্রচারিত ছবি তার অনেক ‘কল্পনাশক্তি’ ও দক্ষতার প্রতিচ্ছবি।

এটি ছিল উৎসাহী পার্টির লোকদের সমাবেশ, স্থান সোহরাওয়ার্দী উদ্যান। ডেইলি স্টার সহ বেশিরভাগ সংবাদপত্রে ছবিটি ছাপা হয়েছিল। ছবিটির কেন্দ্রে এক ব্যক্তি স্পষ্টভাবে নায়োকচিতভাবে দাঁড়িয়ে ছিল।

তদন্তের পরে, ডেইলি স্টার জানতে পেরেছিল যে ছবিটি ফটোশপ করা। পিআইডি সরবরাহকৃত ছবিটি জনতার ভিড়ে এক ব্যক্তিকে আলাদাভাবে তুলে ধরার জন্য ব্যবহার করা হয়েছিল।

আমাদের সংবাদ শিরোনাম ‘পিআইডির ছবিতে আওয়ামী লীগের সমাবেশ: যমজ, জোড়া-যমজ আর ভৌতিক হাত’, পরের দিন ভাইরাল হয়েছিল। কিন্তু তখন লোকটিকে চিহ্নিত করা সম্ভব হয়নি।

এটি সম্রাট ছাড়া আর কেউ নয়!

Comments

The Daily Star  | English

Ex-CEC Nurul Huda gives confessional statement in poll irregularities case

Statement being recorded before magistrate in case over alleged bias in past elections

31m ago