সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ৩

Sadarghat Kheyaghat
সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অবৈধ খেয়াঘাট। ছবি: আনিসুর রহমান

সদরঘাট লঞ্চ টার্মিনালের কাছে বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে তিন জন নিখোঁজ হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের একটি ডুবুরির দল উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

দমকল বাহিনীর সদরদপ্তর সূত্র জানায়, বিআইডব্লিউটিএ থেকে রাত ৮টা ৪০ মিনিটে তাদের নৌকাডুবির খবর জানানো হয়। এর পরই স্পিডবোটে করে ডুবুরির দল সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

রাত সোয়া ৯টার দিকে দমকলের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাসেল শিকদার দ্য ডেইলি স্টারকে বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি।

লঞ্চ মালিকদের একজন হামজা লাল শেখ বলেন, সদরঘাটে টার্মিনালের ঘেঁষে একটি গুদারা ঘাট রয়েছে। অসংখ্য নৌকা ঝুঁকি নিয়ে এখানে লঞ্চের সামনে দিয়ে চলাচল করে। সতর্ক থাকার পরও প্রায়ই লঞ্চের সঙ্গে এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটে। এর পরও নৌকা চলাচল বন্ধ হয়নি। বিআইডব্লিউটিএকে জানিয়েও ঘাটটি সরানো যায়নি। এই ঘাট সরানো না হলে সমস্যা সমাধান সম্ভব নয়।

Comments

The Daily Star  | English

NCP rally comes under attack in Gopalganj

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

51m ago