পেসাররা বিবর্ণ, এবার ধারহীন মিরাজও
বোলিংয়ে মেহেদী হাসান মিরাজের ঝলকের পর ব্যাট হাতে মুন্সিয়ানা দেখিয়েছিলেন মুমিনুল হকরা। প্রথম দুদিন তাই প্রভাব রেখেই খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু তৃতীয় দিনে হাঁটা শুরু বিপরীত দিকে। ব্যাটসম্যানদের বাজে শেষটা বাজে হওয়ার পর বোলাররা থাকলেন বিবর্ণ।
হাম্বানটুটায় তৃতীয় দিন শেষে বাংলাদেশের ৩৩০ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১২৬ তুলে ফেলেছে শ্রীলঙ্কা। ৬২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে তারা এখন এগিয়ে আছে ৬৪ রানে।
আগের দিনের ৬ উইকেটে ২৮৩ রান নিয়ে নেমে বেশি দূর আগায়নি ‘এ’ দলের ইনিংস। আর ৪৭ রান যোগ করতেই পড়ে যায় বাকি ৪ উইকেট। আগের দিনে থিতু হওয়া নুরুল হাসান ফেরেন শুরুতেই। মিরাজ ৬১ বলে ৩৮ রানে অপরাজিত থেকে গেলেও তাকে আর কেউ সঙ্গ দিতে পারেননি।
লঙ্কান দুই ওপেনার পাথুম নিসানকা আর সঙ্গিত কোরে মিলে দিনের বাকি সময়ে হতাশায় পুড়ান মুমিনুলদের। ইবাদত হোসেন, সালাউদ্দিন শালিকরা পেস দিয়ে প্রভাব রাখতে পারেননি। আগের ইনিংসে ৭ উইকেট নেওয়া মিরাজ এবার ১৮ ওভার বল করেও পাননি উইকেটের দেখা। লেগ স্পিনার রিশাদ হোসেন থেকে গেছেন সাদামাটা।
সংক্ষিপ্ত স্কোর:
(তৃতীয় দিন শেষে)
শ্রীলঙ্কা ‘এ’ দল ১ম ইনিংস: ২৬৮
বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস: (আগের দিন ২৮৩/৬) ৮৩.১ ওভারে ৩৩০ (সোহান ৩৬, মিরাজ ৩৮*, রিশাদ ৭, শাকিল ৪, ইবাদত ০; ফার্নান্দো ২/৪৮, সিরাজ ৫/৬৩, নিশান ০/৪১, প্রিয়াঞ্জন ০/২২, জয়াসুরিয়া ৩/১১৪, আসালঙ্কা ০/১৯, মেন্ডিস ০/১৫)
শ্রীলঙ্কা ‘এ’ ২য় ইনিংস: ৩৮ ওভারে ১২৬/০ (নিসানকা ৭৫*, কুরে ৫০*; ইবাদত ০/২৮, মিরাজ ০/৫১, শাকিল ০/১৮, রিশাদ ০/২০, মিঠুন ০/৮)
Comments