ডি-বক্সের বাইরে থেকেই মেসির একশ
লিওনেল মেসি মানেই নিত্যনতুন রেকর্ড, অনন্য সব কীর্তি। এদিন সেভিয়ার বিপক্ষে আরও একটি কীর্তি গড়েন বার্সেলোনা অধিনায়ক। কাতালান ক্লাবটির হয়ে অন্যরকম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। সব ধরনের প্রতিযোগিতা মিলে বার্সেলোনার হয়ে ডি-বক্সের বাইরে থেকে একশ গোল করলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা এ খেলোয়াড়।
চলতি মৌসুম শুরুর আগেই ইনজুরিতে পড়েন মেসি। শুরুতে ভাবা হয়েছিল অল্প কয়েক দিনেই ফিরবেন তিনি। কিন্তু সে চোট ভোগায় লম্বা সময় পর্যন্ত। ফলে লম্বা সময় মাঠের বাইরেও থাকতে হয় তাকে। ফিরলেও লিগে এখনও পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন না। এদিন সেভিয়ার বিপক্ষে পুরো সময় মাঠে থেকেছেন। পেয়েছেন গোলও।
ম্যাচের ৭৮ মিনিটে গোল পান মেসি। ডি বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া দারুণ এক ফ্রিকিকে লক্ষ্যভেদ করেন এ আর্জেন্টাইন। এর সঙ্গে সরাসরি ফ্রিকিক থেকে নেওয়া গোলের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০টি। আর প্রিয় প্রতিপক্ষ সেভিয়ার বিপক্ষে ৩৮টি ম্যাচে এটা তার ৩৭তম গোল।
তার গোলে ফেরার দিনে বড় জয় পেয়েছে বার্সেলোনা। সেভিয়াকে এক প্রকার উড়িয়ে দিয়েছে দলটি। মেসির সঙ্গে গোল পেয়েছেন লুইস সুয়ারেজ, আর্তুরু ভিদাল ও উসমান দেম্বেলেও। তাতে ৪-০ গোলের ব্যবধানের জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে দলটি।
এই গোলে আরও একটি কীর্তি গড়েছেন মেসি। একবিংশ শতাব্দীতে প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় টানা ১৬ মৌসুমে গোল করলেন ৩২ বছর বয়সী এ তারকা।
Comments