এবার ব্যর্থ সাকিব, হারল বার্বাডোজ

ফাইল ছবি: সিপিএল

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবার মৌসুমে গ্রুপ পর্বে নিজের প্রথম তিন ম্যাচেই দারুণ পারফর্ম করেছিলেন সাকিব আল হাসান। ব্যাট ও দল দুই বিভাগেই। তার নৈপুণ্যেই সেরা দুইয়ে জায়গা করে কোয়ালিফায়ারে নাম লেখায় বার্বাডোজ ট্রাইডেন্টস। কিন্তু নকআউট পর্বে এসে সম্পূর্ণ ব্যর্থ বিশ্ব সেরা এ অলরাউন্ডার। ব্যাটে রান পাননি, বোলিংয়েও ছিলেন বেশ খরুচে।

আর সাকিবের ব্যর্থতার দিনে জয় পায়নি তার দলও। তাদের ৩০ রানে হারিয়ে সিপিএলের ফাইনালের টিকেট পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তবে হারলেও ফাইনালে খেলার আরও একটি সুযোগ মিলছে তাদের। দ্বিতীয় কোয়ালিফায়ারে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে দলটি।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গায়ানা। বল আহতে শুরুতে দারুণ ভালোই করেছেন সাকিব। প্রথম ৩ ওভারে খরচ করেছেন ১৭ রান। প্রথম ওভারে ৬, পরের ওভারে ৭ রান। ফের দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়ে দেন ৪ রান। কিন্তু অবিশ্বাস্যভাবে ১৬তম ওভারে শেষ ওভারটি করতে এলে তার উপ চড়াও হন শোয়েব মালিক ও ব্রান্ডন কিং। দুইজনই দুটি করে ছক্কা হাঁকান। সঙ্গে একটি চারও মারেন কিং। তাতে সে ওভারে খরচ করেন ২৯ রান। ম্যাচের সর্বোচ্চ খরুচে ওভারও বটে।

ব্রান্ডন কিং তাণ্ডব চালিয়ে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। মাত্র ৭২ বলে খেলেন ১৩২ রানের হার না মানা এক ইনিংস। নিজের ইনিংসে চারের চেয়ে ছক্কা মারার দিকে বেশি মনযোগী ছিলেন এ ওপেনার। ফলে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ২১৮ রান করে গায়ানা।

বিশাল লক্ষ্য তাড়ায় দলীয় ৩২ রানে প্রথম উইকেট হারায় বার্বাডোজ। এরপর তিন নম্বরে নামা সাকিব বিদায় নিয়েছেন মাত্র ৫ রান করে। জোনাথন কার্টার ও অ্যালেক্স হেলসের ব্যাটে অবশ্য কিছুটা লড়াই করেছিল দলটি। কিন্তু শেষ পর্যন্ত থামতে হয় ৩০ রান দূরেই। আট উইকেটে ১৮৮ রান করে বার্বাডোজ। সর্বোচ্চ ২৬ বলে ৪৯ রান করেন কার্টার।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Institutionalise democracy, stay united

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

1h ago