ইংল্যান্ডে বেলিসের উত্তরসূরি সিলভারউড

chris silverwood
জোফরা আর্চার ও ক্রিস জর্ডানের সঙ্গে ক্রিস সিলভারউড। ফাইল ছবি: এএফপি

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে ট্রেভর বেলিসের স্থলাভিষিক্ত হয়েছেন দলটির বোলিং কোচের দায়িত্বে থাকা ক্রিস সিলভারউড।

চলতি বছর ওয়ানডে বিশ্বকাপের আগেই অবশ্য দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন বেলিস। বিশ্বকাপ এবং অ্যাশেজের পর তিনি আর ইংল্যান্ডের কোচ হিসেবে থাকতে চাননি। স্বভাবতই কোচ খোঁজে শুরু করেছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের কোচ হতে সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ও ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কারস্টেনও আবেদন করেছিলেন।

আগ্রহী ছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালেক স্টুয়ার্টও। কিন্তু শেষ পর্যন্ত তাদের পেছনে ফেলে বোলিং কোচ সিলভারউডকেই দায়িত্ব দিয়েছে ইসিবি।

আগামী মাসে নিউজিল্যান্ড সফর দিয়ে নতুন দায়িত্ব নেবেন সিলভারউড। ২০১৮ সালে বোলিং কোচ হিসেবে ইংল্যান্ডের সঙ্গে কাজ করেন সিলভারউড। এই সময়ে বোলিংয়েও ব্যাপক উন্নতি করে ইংল্যান্ড।

বিদায়ী কোচ ট্রেভর বেলিসকে মনে করা হয় ইংল্যান্ডের সবচেয়ে সফল কোচ। তার কোচিংয়েই ক্রিকেটের জনক দেশ পায় প্রথম ওয়ানডে বিশ্বকাপ জেতার স্বাদ। ইংল্যান্ডের খেলার ধরণের বড় ধরণের বদল এনেও প্রশংসিত হন তিনি। 

Comments