দোষীদের দ্রুত গ্রেপ্তার করুন: ছাত্রলীগ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।
BCL-1.jpg
৭ অক্টোবর ২০১৯, ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়। ছবি: স্টার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।

আজ (৭ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি এ হত্যাকাণ্ডের নিন্দা জানান।

জয় বলেন, “ছাত্রলীগ কখনই অন্যায়কে প্রশ্রয় দেয়নি। বুয়েটের এ ঘটনায় যদি ছাত্রলীগের কোনো নেতা-কর্মী বিন্দুমাত্র জড়িত থাকে, অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, “আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানাবো, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তার করুন।”

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনার বরাত দিয়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, “কোনো অন্যায়কারীকে ছাত্রলীগ প্রশ্রয় দেয় না। ছাত্রলীগের প্রত্যেকটি নেতা-কর্মী অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলবে।”

তিনি আরও বলেন, “এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদ ও সাধারণ সম্পাদক আসিফ তালুকদারকে নিয়ে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে প্রতিবেদন জমা দিতে বলেছি।”

আরও পড়ুন:

মতের পার্থক্যের কারণে কাউকে মেরে ফেলা উচিত না: কাদের

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আবরারের শেষ ফেসবুক পোস্ট

‘রক্তক্ষরণ ও ব্যথায় আবরার মারা গিয়েছেন’

আবরারের হত্যাকারীদের সর্বোচ্চ বিচার দাবি

আবরার হত্যায় বুয়েট ছাত্রলীগের ২ নেতা আটক

ছাত্রলীগের জেরার পর বুয়েট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

2h ago