লোকমানের ব্যাপারে আদালতের রায়ের অপেক্ষা করবে বিসিবি
ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার যুবলীগ নেতারা বহিষ্কার হয়েছেন সংগঠন থেকে। কিন্তু একই ঘটনায় গ্রেপ্তার হওয়া বিসিবি পরিচালক ও মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভূঁইয়ার ব্যাপারে কঠোর কোন সিদ্ধান্ত নেয়নি ক্রিকেট বোর্ড। কেবল বিচারে দোষী প্রমাণ হলেই তবে তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।
ক’দিন আগেই এই পরিচালকের গ্রেপ্তার নিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান যা বলেছিলেন আরেক বোর্ড পরিচালক ও মিডিয়া কমিট চেয়ারম্যান জালাল ইউনুসও শোনালেন তা।
যুবলীগ নেতারা বহিষ্কার হলে লোকমান কেন নন? জালাল ইউনুস জানান, তারা অপেক্ষা করবেন বিচারিক প্রক্রিয়ার জন্য, ‘এ নিয়ে বোর্ড সভাপতি কিছুদিন আগেই আপনাদের পরিষ্কার করে দিয়েছেন। যদি তিনি (লোকমান) দোষী সাব্যস্ত হন তাহলে বোর্ড থেকে ব্যবস্থা নেওয়া হবে। আমরা অপেক্ষা করছি। আর সিদ্ধান্ত নিতে হলে এটা বোর্ড সভায় আলোচনা করতে হবে। পরবর্তী বোর্ড সভায় আমরা এটা নিয়ে আলাপ করতে পারি।’
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সাজাপ্রাপ্ত ব্যক্তিকে পরিচালনা পর্ষদ থেকে বহিষ্কার করার কথা লেখা আছে। তবে সেক্ষেত্রে দোষী ব্যক্তিরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে।
কেবল বোর্ড পরিচালকই নন। লোকমান দায়িত্ব আছেন গুরুত্বপূর্ণ দুটি কার্যকরী কমিটিরও। পরিচালনা পর্ষদের স্ট্যান্ডিং কমিটির ফ্যাসিলিটজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান লোকমান। আম্পায়ার্স কমিটিতে এই সংগঠক আছেন ভাইস-চেয়ারম্যান হিসেবে।
এই দুটো দায়িত্ব থেকে বোর্ড সভা ডেকে তাকে যেকোনো সময়ই অব্যাহতি দেওয়ার সুযোগ আছে।
Comments