তিন বছর পর অসি টি-টোয়েন্টি দলে স্মিথ

smith
ছবি: রয়টার্স

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জার্সিতে শেষবার এই ফরম্যাটে খেলেছিলেন তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। এরপর লম্বা বিরতি, তাকে দেখা যায়নি অসি দলে। অবশেষে সাড়ে তিন বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন সম্প্রতি ফর্মের চূড়ায় থাকা স্মিথ।

শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য মঙ্গলবার (৮ অক্টোবর) ১৪ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ)। সাবেক অধিনায়ক স্মিথের পাশাপাশি ফেরানো হয়েছে দেশটির সর্বকালের সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রাহক ডেভিড ওয়ার্নারকে।

দলে ফের ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান বেন ম্যাকডারমট ও পেসার বিলি স্ট্যানলেক। তবে সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাটে-বলে হতাশ করায় বাদ পড়েছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

গেল ফেব্রুয়ারিতে নিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ভারতকে ২-০ ব্যবধানে হারিয়েছিল অসিরা। ওই দলের মাত্র সাতজন টিকে গেছেন শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য। বাদ পড়াদের মধ্যে রয়েছেন ডি'আরচি শর্ট, নাথান কোল্টার-নাইল ও পিটার হ্যান্ডসকম্ব। চোটের কারণে ছিটকে গেছেন জেসন বেহরেনডর্ফ।

আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসর মাঠে গড়ানোর আর এক বছরও বাকি নেই। বিষয়টি মাথায় রেখেই দল ঘোষণা করেছে অসিরা, জানিয়েছেন দলটির প্রধান নির্বাচক টেভর হন্স।

লঙ্কানদের বিপক্ষে অসিদের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৭ অক্টোবর। প্রথম ম্যাচের ভেন্যু অ্যাডিলেড। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ব্রিসবেন ও মেলবোর্নে। এরপর ৩ নভেম্বর সিডনিতে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান লড়াই। যথাক্রমে ক্যানবেরা ও পার্থে হবে বাকি দুটি ম্যাচ।

১৪ সদস্যের অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago